ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বুধবার (৪ জানুয়ারি) তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

বর্তমানে ৭৬ বছর বয়সী সোনিয়ার অবস্থা স্থিতিশীল। মা অসুস্থ জানতে পেরে ‘ভারত জুড়ে যাত্রা’ থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লিতে ছুটে আসেন।

মায়ের সাথে হাসপাতালে এখনও আছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মায়ের অসুস্থতা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী জানান, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আশা করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।