সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল থেকে ১৪৪৩ হিজরি নতুন ইসলামী বছর শুরু হতে যাচ্ছে।

আরব বিশ্বের বিভিন্ন দেশে আজ সোমবার সন্ধ্যায় মুহররম মাসের চাঁদ দেখা যেতে পারে। সৌদির পশ্চিম দিগন্তে আকাশ পরিষ্কার থাকা অবস্থায় খালি চোখে দেখা যাবে বলে জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। আগামীকাল মঙ্গলবার (১০ আগস্ট) থেকে নতুন হিজরি বছর গণনা শুরু হবে। আরব ও মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে এদিন সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।

সৌদিসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ জিলহজ মাসের ৩০ তারিখ। আরবি মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা থেকে গতকাল রবিবার সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হয়। কিন্তু চাঁদ দেখা না যাওয়ায় আজ সেখানে জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। এদিকে হিজরি নববর্ষ উপলক্ষে ছুটির ঘোষণা দিয়েছে আমিরাত। আগামী ১২ আগস্ট বৃহস্পতিবার দেশটির সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছুুটির ঘোষণা দেওয়া হয়।