সৌদি আরবের জেদ্দায় তেলের ডিপো ও রিয়াদের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোনের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।
ইয়েমেনের হুতি বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগর তীরবর্তী জেদ্দার আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছিল।
এ বন্দরনগরীতেই রোববার ফর্মুলা ওয়ান মোটর রেসিং ‘সৌদি আরাবিয়ান গ্রান্ড প্রিক্স’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রেসের সার্কিট থেকে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছিল বলে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন।
শুক্রবার রাতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রাস তানুরা এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।
সারিয়া জানান, রিয়াদেরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, জেদ্দায় আরামকোর স্থাপনা এবং রিয়াদের বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগে বেশ কিছু ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
তবে এ হামলার বিষয়ে আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।