সৌদি আরবের মরুভূমির হলুদ বালু রাতারাতি ঢেকে গেছে সাদা বরফে। তাপমাত্রাও নেমে গেছে শূন্য ডিগ্রি সেলসিয়াসে। মরুভূমির বালুর ওপরে এই বরফের আস্তরণের কয়েকটি ছবিও সামনে এসেছে। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরবের তাবুক শহরের আল লজ এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টার দিকে তুষারপাত শুরু হয়। এই দৃশ্য দেখতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন শহরটিতে এসেছেন।
তাবুকের বাসিন্দা নাওয়াজ আল আতউই বলেন, তাবুক একটি আকর্ষণীয় পর্যটন অঞ্চল। এখানে শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়। শীতকালে, আল-লজ এবং আলকান পর্বতে তুষারপাত হয়, যা প্রতিবছর উপসাগরীয় অঞ্চলের লোকদের আকর্ষণ করে। তাবুক শহরটি জর্ডানের সীমান্তের কাছে অবস্থিত। শহরটিতে ৬ লাখের বেশি মানুষের বসবাস।
দুই বছর বছর ধরেই সৌদি আরবের উত্তরাঞ্চলের শহরগুলোতে তুষারপাতের দেখা মেলে। এর আগে ২০১৮ সালে দেশটিতে ব্যাপক তুষারপাত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।