করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে ভালোভাবেই কার্যকর রাশিয়ার উৎপাদিত টিকা স্পুটনিক ভি। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিভ এমন দাবি করেছেন।

বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপনাদের নিশ্চিত হওয়া প্রয়োজন, টিকা করোনার বর্তমান ও ভবিষ্যতের রূপান্তরের বিরুদ্ধে কার্যকর কিনা। সে হিসাবে, স্পুটনিক খুবই ভালো করছে। এই টিকা ওমিক্রনকে নিঃশ্বেষ করতে সফল হয়েছে।

তার ভাষ্য মতে, করোনার আসন্ন ধরনের বিরুদ্ধে লড়াইয়ে স্পুটনিক লাইটসহ টিকার বুস্টার ডোজ তাৎপর্যপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া বি.১.১.৫২৯ ধরনকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গ্রিক বর্ণ হিসেবে এই ধরনকে ওমিক্রন নাম দেওয়া হয়েছে। তাসের খবরে বলা হয়, করোনার এই ধরনের বেশ কয়েকটি রূপান্তর ঘটেছে। রাশিয়ায় এখন পর্যন্ত ৭৮৩টি ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে।