![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/1407e4db-af2f-4e13-8f70-dee2a7db5063_wl.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
রাশিয়ার হামলা প্রতিরোধে ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়েছে জার্মানি। এর মধ্যে ১ হাজার ৫০০ স্ট্রেলা অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট ক্ষেপণাস্ত্র এবং ১০০ এমজি-৩ মেশিনগান রয়েছে। ইউক্রনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (২৬ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যদিও ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই দেশটিতে অস্ত্র না পাঠানোর ঘোষণা দিয়েছিল জার্মানি। তবে গত বুধবার (২৩ মার্চ) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ইউক্রেনের এ পরিস্থিতিতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীদের অন্যতম আমরা।
তবে এটি আমাদের গর্বিত করে না, ইউক্রেনের পাশে থাকার জন্য আমাদের তা করতেই হবে। এর আগে, গত সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে রক্ষা করতে জার্মানিকে অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, জার্মানি যদি রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয় তা হলে রাশিয়া বেকায়দায় পড়বে। কারণ জার্মানির কাছেই সবচেয়ে বেশি জ্বালানি রফতানি করে রাশিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।