হুতির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের সমর্থন দিয়ে পাশে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সৌদির রাজা সঙ্গে ফোনে কথা বলার সময় পাশে থাকার এ কথা বলেন। এদিকে, সৌদি আরবের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

সেই হুতির বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে সৌদি আরবের সঙ্গে থাকবে। সৌদির রাজা সলমন বিন আব্দুল আজিজ আল সৌদ ও বাইডেনের ফোন করে এই কথা হয়।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে জারি করা বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, সৌদির মানুষ ও সম্পত্তি রক্ষা করতে অ্যামেরিকা দায়বদ্ধ। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রয়াসকেও তারা সমর্থন করে’।

 

 

কলমকথা/বি সুলতানা