মিয়ানমারের একটি গ্রামে ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে বার্মিজ সেনাবাহিনীর বিরুদ্ধে। সাগাইং নামে ওই গ্রামটিতে বর্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে বিতর্কিত সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীর বিরোধিতা করে দেশটিতে গড়ে ওঠা মিলিশিয়া বাহিনীর সাথে ওই গ্রামে এর আগে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
স্থানীয়দের দাবি, একের পর এক গুলি চালিয়ে শরীরে আগুন দেওয়ার সময়ও কয়েকজন জীবিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ ছড়িয়ে পড়েছে। এছাড়া মিয়ানমার নাউয়ের মতো কিছু পোর্টালে ঘটনার ছবিও প্রকাশ করা হয়েছে।
সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে যে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) গঠিত হয়েছিল ওই সরকার নিহত ১১ জনের একটি তালিকাও প্রকাশ করেছে।
তাদের দাবি, নিহতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরসহ আরও ৫ কিশোর রয়েছে। তাদের সবাইকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।