দেরির কারণে বেতন কাটা যাওয়ার মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ হিসেবে ১৬ লাখ টাকা চেয়ে মামলা করেছেন এক ট্রেন চালক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৮ জুন জাপানের টোকিওর এক ট্রেন চালকের ওকায়ামা স্টেশনে একটি খালি ট্রেন পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে তার নির্ধারিত প্ল্যাটফর্মে আগে থেকেই অন্য একটি চালক ভুলক্রমে ট্রেন নিয়ে থাকায় তিনি আরেকটি প্ল্যাটফর্মে চলে যান।

অবশ্য ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে তারা পরস্পরের জন্য নির্ধারিত প্ল্যাটফর্মে চলে যান। কিন্তু এর মধ্যেই এক মিনিট ট্রেন ছাড়তে এবং এক মিনিট ডিপোতে ট্রেন রাখতে, মোট দুই মিনিট দেরি হয়। এই দেরির কারণে ওয়েস্ট জাপান রেল কোম্পানি (জেআর) তার জুলাই মাসের বেতন থেকে ৮৫ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ৬৪ টাকা) কেটে নেয়।

তবে এই বেতন কেটে নেওয়াটা মানতে পারেননি ওই ট্রেনচালক। কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে তিনি যে মানসিক অশান্তিতে ভুগেছেন তার ক্ষতিপূরণ চেয়ে তিনি ২২ লাখ ইয়েন ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।