২০২১ সালে অন্তত ৩৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসলায়েল সেনারা। নিহতদের বেশির ভাগ বেসামরিক নাগরিক। একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে।
ফিলিস্তিনি শহীদ পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানান, তারা পুরো ফিলিস্তিনে হত্যাকাণ্ডের সমস্ত ঘটনা তদন্ত করেছেন। এতে তারা দেখতে পেয়েছেন যে, ৩৬০ ফিলিস্তিনির সবাই ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়েছেন।
ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ২২ শতাংশ শিশু এবং ১৯ শতাংশ নারী। ১৯৪৮ সালে ‘অবৈধ রাষ্ট্র’ ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী সেনাদের হাতে নিহত হলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।