অস্ট্রেলিয়ার সমুদ্রবন্দর মেলবোর্ন থেকে ৪৫০ কিলোগ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। জানা গেছে বিপুল পরিমাণ হেরোইনের বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ ডলার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, মালয়েশিয়া থেকে মেলবোর্নে সিরামিক টাইলসের চালান নিয়ে আসা একটি কন্টেইনার জাহাজ থেকে হেরোইন জব্দ করা হয়। অস্ট্রেলীয় পুলিশের মেলবোর্ন শাখা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়া নিবাসী এক মালয়েশীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে আটক ব্যক্তির নাম গোপন রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার আইন অনুসারে, অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণ হলে সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড।
সূত্র: আল-জাজিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।