কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ ছয় মাস আগেও ২০০ মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত ছিল। তবে সেসময় ফরাসি তারকাকে ছাড়েনি পিএসজি। অথচ সেই এমবাপ্পে এখন হয়ে গেছেন বিনা পয়সার ফুটবলার! অর্থাৎ এমবাপ্পে রাজি থাকলে পিএসজিকে কোনো টাকা না দিয়েই দলে নেওয়া যাবে।
পিএসজির সঙ্গে চুক্তির ছয় মাস বাকি থাকলেও গতকাল শনিবার (১ জানুয়ারি) থেকে যেকোনো ক্লাব সরাসরি কথা বলতে পারবে এমবাপ্পের সঙ্গে। বেতন, বোনাসে রাজি হলে আগাম চুক্তিও সারতে পারবে। শুধু নতুন ক্লাবের জার্সি গায়ে এমবাপ্পে খেলতে পারবেন ছয় মাস পর বা আগামী মৌসুমে।
রিয়াল মাদ্রিদ এই সুযোগটা নিতে মুখিয়ে। এখন এমবাপ্পে সিদ্ধান্ত বদল করে লিওনেল মেসি, নেইমারদের সঙ্গে খেলতে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন কে না সেটাই দেখার। এদিকে এমবাপ্পেসহ এমন ৫৩৯ ফুটবলারের চুক্তি শেষ হচ্ছে ছয় মাস পর। তাদের যে কেউ চাইলে বিনা পয়সায় যেতে পারবেন নতুন ক্লাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।