ব্রাজিলে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু করেছে। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) সিএনএন ব্রাজিল এ তথ্য জানিয়েছে।
সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, এই কার্যক্রমের আওতায় সাওপালো হাসপাতালে প্রথমে আদিবাসী আট বছরের এক শিশুকে টিকা দেওয়া হয়। গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ আনভিসা পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার অনুমোদন দেয়। ২০২১ সালের জানুয়ারি থেকে ব্রাজিলে টিকাদান কর্মসূচি শুরু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।