আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। শুক্রবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় ২টা নাগাদ পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে এই হামলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বিসমিল্লাহ হাবিব রয়টার্সকে এ তথ্য জানান।
বিস্ফোরণের সময় মসজিদে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, নামাজের সময় ব্যাপক বিস্ফোরণে মসজিদ ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিস্ফোরণে তার হাত ও পায়ের পাতা পুড়ে গেছে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাব্বির জানিয়েছেন তিনি বিস্ফোরণের পর মানুষকে অ্যাম্বুলেন্স ভর্তি করে নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, বিস্ফোরণ খুবই জোরালো ছিল, ভেবেছিলাম কানের পর্দা ফেটে গেছে। কাবুলের শহরতলি এলাকার একটি ইমার্জেন্সি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, খলিফা সাহিব মসজিদে বোমা বিস্ফোরণে আহত অন্তত ২০ জনকে চিকিৎসা দিচ্ছেন তার।
অপর এক হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানিয়েছে, আহত বেশ কয়েকজন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি আছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।