ভারতের গুজরাট প্রদেশের মোরবি জেলায় লবণ প্যাকেজিং কারখানার দেওয়াল ধসে কমপক্ষে ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) জেলার হালভাদ জিআইডিসি এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ‌্যম টাইমস অব ইন্ডিয়া।

বুধবার জেলার হালভাদ জিআইডিসি এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই এ খবর নিশ্চিত করেছে।

গুজরাট রাজ্যের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ব্রিজেশ মের্জা জানান, হালভাদ শিল্প এলাকায় অবস্থিত সাগর সল্ট কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে কারখানার অন্তত ১২ জন শ্রমিক নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ রাজ্যের এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে এক টুইট বার্তায় তিনি বলেন, মোরবি জেলায় দেওয়াল ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।

এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে রুপি দেয়া হবে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৪ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন। মোরবি জেলার কালেক্টর এবং সিস্টেম অপারেটরদের তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন প্যাটেল।