করোনা মহামারী পরবর্তী সময়ে মালয়েশিয়া নতুন কর্মী নিয়োগ হয়েছে ৯৮ হাজারের বেশি, স্থানীয় সময় বুধবার দুপুরে, মালয়েশিয়া নতুন কর্মী নিয়োগের জন্য অবশ্যই কোম্পানির মালিক কে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে রিসিভ করতে হবে অন্যতায় কর্মীদের ছাড় পত্র দেওয়া হবে না বলে জানান দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ।

তিনি আরো বলেন নিয়োগকর্তারা এই নিয়ম মেনে চলতে ব্যার্থতার ফলে বিদেশি কর্মীকে একটি অস্বীকৃত এন্ট্রি নোটিশ ( এনটি এল) দেওয়া হবে এবং পরবর্তী ফ্লাইটে তার নিজ দেশে পাঠানো হবে।

মালয়েশিয়া কর্মী হিসেবে আসার জন্য কোম্পানি ও কোম্পানির মালিক সম্পর্কে ধারণা থাকতে হবে। অন্যথায় ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়া ইমিগ্রেশন কর্মীর মালিক উপস্থিত না থাকলে কর্মীকে দেশে পাঠিয়ে দিবে!