মাদক আর মাফিয়ার স্বর্গরাজ্য খ্যাত মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
এ ঘটনার আরেকজন আহত হয়েছে বলে গতকাল শুক্রবার (১৫ জুলাই) এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানিয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত করছে দেশটির সামরিক বাহিনী।
তবে এই ঘটনার সঙ্গে মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরোর গ্রেফতারের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও জানা যায়নি। শুক্রবারই সিনালোয়ার আরেক এলাকা থেকে রাফায়েল কুইন্তেরোকে গ্রেফতার করে মেক্সিকো পুলিশ। মেক্সিকোর মাদক পাচারের কেন্দ্রস্থল সিনালোয়ার শইক্স পৌরসভা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।