গত ২৪ ঘণ্টায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আটটি জেলায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য ৪০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এছাড়া তিনি জনগণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করতে বলেছেন।
ভারতে প্রতি বছর বর্ষায় বজ্রপাতে শত শত মানুষ মারা যায়। উচ্চ সংখ্যক মৃত্যুর জন্য উদ্ধৃত কারণগুলোর মধ্যে একটি হল বিশ্বের অন্যান্য অংশের তুলনায় ভারতে বাইরে কাজ করা বিপুল সংখ্যক লোক, যা তাদের আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী গত সপ্তাহে একটি সভা করেছিলেন এবং রাজ্যের স্কুল ও হাসপাতালসহ সমস্ত সরকারি ভবনে বজ্র নিরোধক স্থাপন করতে বলেছিলেন।
বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে বজ্রপাতের সংখ্যা তীব্রভাবে বেড়েছে। এছাড়া এই রাজ্যের ভৌগোলিক অবস্থানের কারণে বর্ষাকালে ঘন ঘন বজ্রপাত হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।