পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সেতু থেকে ছিটকে বাস নদীতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে নিথি নদীতে স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) বাসটি পড়ে যায়।
কেনিয়ার ডেইলি নেশন এবং স্ট্যান্ডার্ড সংবাদপত্র জানিয়েছে, রোববার সন্ধ্যায় দেশটির থারাকা নিথি কাউন্টিতে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। বাসটি মেরু শহর থেকে বন্দর শহর মোম্বাসার দিকে যাওয়ার পথে নিথি ব্রিজ থেকে ৪০ মিটার নিচে নদী উপত্যকায় পড়ে যায়। থারাকা নিথি কাউন্টির উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা অ্যালেক্স মুগাম্বি বলেন, নিখোঁজদের উদ্ধার প্রচেষ্টা চলছে এবং স্থানীয়রা সত্যিই সহায়তা করছে।
নিথি নদীর সেতুটি কেনিয়ার অন্যতম একটি দুর্ঘটনাপ্রবণ স্পট। গত কয়েক বছর ধরেই চালকদের এই এলাকা দিয়ে যাওয়ার সময় গতি কমানোর জন্য সতর্ক করা হয়। গত বছরেও ওই স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।