ইতিহাসের সবচেয়ে প্রলয়ংকরী বন্যার মুখোমুখি পাকিস্তান। বন্যার পানি নামতে শুরু করলেও দেশটিতে হাজার হাজার মানুষ পানিবাহিত ও সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন। দেশটিতে চর্মরোগ, ডায়রিয়া ও ম্যালেরিয়া ছড়িয়ে পড়ায় এতে অন্তত ৩২৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সাহায্য না পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন এ পরিস্থিতিতে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে, পাকিস্তানে বন্যায় ক্ষতির শিকার হয়েছে ১ কোটি ৬০ লাখ শিশু। এর মধ্যে অন্তত ৩৪ লাখ শিশুর জীবন বাঁচানোর জন্য জরুরি সহায়তা প্রয়োজন।