ইকুয়েডরের রাজধানী কুইতো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত একটি কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। ভয়াবহ এ সংঘর্ষে আহত হয়েছে আরও অনেকে।
এ ঘটনার পর ওই কারাগারের ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না। বার্তা সংস্থা এএফপি ও বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ মে) লাতিন আমেরিকার দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে।
কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুইটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনায় সময় পলাতক কারাগারের ১১২ বন্দীকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
এর আগে দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো। তিনি বলেন, তাদের অনেকেই গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।