কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে তারা শপথ গ্রহণ করেন।
তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ট্রুডো তার নতুন মন্ত্রিসভায় লিঙ্গসমতা বজায় রেখে কানাডার আঞ্চলিক উন্নয়ন সংস্থাগুলোর ওপর গুরুত্ব দেন।
কানাডার সাধারণ নাগরিকদের প্রত্যাশা, জাস্টিন ট্রুডোর নেতৃত্বে নতুন এই মন্ত্রিসভা কানাডার সর্বাঙ্গীণ অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষেরও শিক্ষা, স্বাস্থ্য-অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ফেডারেল পার্লামেন্টের নির্বাচনে বিজয়ী হয়ে জাস্টিন ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি তৃতীয়বারের মতো সরকার গঠন করে। নির্বাচনে তারা অবশ্য এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।