তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন অন্তত ৫ জন। আর নিখোঁজ রয়েছে আরো ১০ জন। খবর আল জাজিরা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহত ৫ জনই আফ্রিকান নাগরিক। স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার (৬ জানুয়ারি) তিউনিসিয়া স্ফ্যাক্স অঞ্চলের লুয়াতা শহরের উপকূলে থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

নৌকায় থাকার মোট ২০ জনের ভেতরে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিউনিসিয়ার কর্মকর্তারা।