ফিলিপাইনের মধ্যাঞ্চলে মাসবেত প্রদেশে বুধবার স্থানীয় সময় রাত দুইটায় ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভীরে। খবর বার্তা সংস্থা এএফপির। এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আগে গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইনের উত্তরাঞ্চল। তারও আগে গত বছরের জুলাইয়ে দেশটির পার্বত্য আবরা প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে নিহত হন অন্তত ১১ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।