পাকিস্তানের বেলুচিস্তানে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর ২ মেজরসহ ৬ সেনা নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান সেনবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানায়।
আরো পড়ুন: বোয়ালমারীতে ৪৮ হাজার টাকা হাতিয়ে নিলো বিকাশ চক্র
তৃতীয়বারের মতো পেছাল নাসার নতুন চন্দ্র অভিযান
বিবৃতিতে আইএসপিআর জানায়, রোববার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত ৬ জনের মধ্যেই ২ জন পাইলটও ছিলেন। নিহত দুই মেজর হলেন- মেজর খুররম শাহজাদ (৩৯) ও মেজর মুহাম্মদ মুনিব আফজাল (৩০)। এছাড়া নিহত ৪ জন হলেন- সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), সিপাহী মুহাম্মদ ইমরান (২৭), নায়েক জলিল (৩০), ও সিপাহী শোয়েব (৩৫)।
ডন নিউজ জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলার খোস্ট এলাকার পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ‘ফ্লাইং মিশন’ চলা অবস্থায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনাটি ঘটেছে। বেলুচিস্তান প্রদেশে একই ধরনের দুর্ঘটনার এক মাসেরও বেশি সময় পরেও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইএসপিআর। এরই মধ্যে আবারো দুর্ঘটনা ঘটলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।