হঠাৎ করেই মাঝ আকাশে রোপওয়ে থেমে প্রায় পৌনে এক ঘণ্টা আটকা ছিলেন বিজেপি বিধায়কসহ ৬০ জন। পরে রোপওয়ে ফের চলতে শুরু করলে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান। ভারতের উত্তরাখণ্ডে দেবী মন্দিরের রোপওয়েতে এ ঘটনা ঘটে।
এর আগে হিমাচল প্রদেশ ও তার আগে দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা ভারত জুড়ে সাড়া ফেলে। সেগুলোর রেশ কাটতে না কাটতেই উত্তরাখণ্ডের এই ঘটনা মানুষের মনে ভয়ের সঞ্চার করেছে।
তেহরি গারওয়ালের এসএসপি নবনীত ভুল্লার জানিয়েছেন, ‘সব যাত্রীরা নিরাপদে বেরিয়ে এসেছেন। রোপওয়েও এখন স্বাভাবিকভাবে চলছে। আর কেউ আটকে নেই।’ এ বিষয়ে আটকে থাকা বিজেপি বিধায়ক কিশোর উপাধ্যায় বলেন, ‘আমরা কারোর জীবন নিয়েই এভাবে ছিনিমিনি খেলতে পারি না। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও রোপোওয়ে অথরিটির সঙ্গে কথা বলব।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।