সম্প্রতি বিমানে উঠে বিশৃঙ্খলাকারী এক যাত্রীর ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাটি ঘটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) পেশোয়ার থেকে দুবাইগামী একটি ফ্লাইটে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, বিমানের জানালায় লাথি এবং সিটে ঘুষী মারছেন এক যাত্রী। অপর এক ভিডিওতে দেখা যায়, মাথা নিচের দিকে দিয়ে বিমানের মেঝেতে শুয়ে আছেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর পেশোয়ার থেকে দুবাই যাওয়ার উদ্দেশে পিআইএ’র পিকে-২৮৩ ফ্লাইটে ওঠেন ওই পুরুষ যাত্রী। কিন্তু বিমানটি উড্ডয়নের পরপরই তিনি কেবিন ক্রু’কে তাকে বিমান থেকে নামানোর কথা বলতে শুরু করেন।
এরপরই তিনি বিমানের জানালায় লাথি এবং সিটে ঘুষি মারতে থাকেন। এতে জানালার শাটারও ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমান চলাচল আইন অনুযায়ী ওই যাত্রীকে পরে তার আসনের সঙ্গে বেঁধে রাখা হয় এবং ফ্লাইটের ক্যাপ্টেন দুবাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা চান। পিআইএ কর্মকর্তারা জানান, দুবাই বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওই যাত্রীকে নিরাপত্তা কর্মীরা আটক করেন এবং তাকে কালো তালিকাভুক্ত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।