হাঙরের দেহ জ্বলজ্বল করছে এমনই একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। ‘ওয়ান্ডার অব সায়েন্স’ তাদের টুইটার অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করেছে।

এতে দেখা যায়, হাঙরের চারপাশে তারার মতো অসংখ্য আলো জ্বলজ্বল করছে। দেখে মনে হবে রাতের আকাশে সাঁতার কাটছে হাঙরটি। তবে এখানেই শেষ নয় চমক! শুধু আশপাশই নয়, হাঙরের শরীরটাও জ্বলজ্বল করছিল। দেখে মনে হতে পারে, কোনো শিল্পী অসংখ্য এলইডি হাঙরের গায়ে আটকে দিয়েছেন।

প্রথম দর্শনে আবার এটিকে কোনো গ্রাফিক বলেও মনে হতে পারে। প্রশ্ন আসতে পারে, কেন জ্বলজ্বল করছে হাঙরের শরীর? জানা গেছে, এক ধরনের ছত্রাকের কারণেই এই ঘটনা ঘটেছে। এগুলো বায়োলুমিনিসেন্ট ছত্রাক। রাসায়নিক বিক্রিয়ার কারণে এই ছত্রাকের গা থেকে নীলচে-সবুজ রং বিচ্ছুরণ হয়।

ডায়নোফল্যাগেলেটস নামে এই ছত্রাকগুলো সাগরের পানির উপরিভাগে জন্মায়। রাতের বেলায় জ্বলজ্বল করে। হাঙরের গায়ে সেই ছত্রাকগুলো আটকে থাকায়, সেটির দেহও জ্বলজ্বল করছিল। সাগরের নিচের জগৎ যেমন ভয়ঙ্কর, তেমনই সুন্দর। আর সেই সুন্দর রূপটিও ধরা পড়েছে ক্যামেরায়।