জাপানের ইয়ামাগুশি নামে এক শহরে ৪২ জন শিশু ও প্রাপ্তবয়স্ককে আক্রমণ করে আহত করেছে। শহরের একজন কর্মকর্তা বলেন, অল্প সময়ের মধ্যে এত হামলার ঘটনা বিরল। প্রাথমিকভাবে শুধু শিশু ও মহিলাদের উপর হামলা করা হয়েছিল। এখন বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক পুরুষদেরও টার্গেট করে হামলা চালাচ্ছে রহস্যময় বানর বাহিনী।

শহরের বাসিন্দাদের বন্য বানরের আক্রমণ থেকে বাঁচাতে ট্রাঙ্কুইলাইজার বন্দুকের সাহায্য নিচ্ছে জাপানের পুলিশ। এদিকে ফাঁদ পেতে বানরদের ধরার প্রাথমিক সব চেষ্টা ব্যর্থ হয়েছে। জুলাইয়ের শুরুর দিকে প্রথম হামলার পর শহরে পুলিশি পাহারার মাধ্যমেও বানরদের নিরস্ত করা সম্ভব হয়নি।

তাছাড়া, এটি শুধু একটি পাগলা বানরের কাজ নাকি তারা দলবেঁধে আক্রমণ করছে, তাও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বানরেরা খামচি দেয়া থেকে শুরু করে হাতে-পায়ে কামড় বসানো, ঘাড় ও পেটে কামড়ে দেওয়ার মাধ্যমে মানুষকে আহত করেছে।

একসময় বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে চিহ্নিত জাপানি ম্যাকাক বানরের সংখ্যা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাদের সংখ্যাবৃদ্ধির ফলে ম্যাকাক বানর ও মানুষের মধ্যে গুরুতর সংঘাত তৈরি হয়েছে বলে জানিয়েছে ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা।