নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার এই ভূমিকম্পের স্থায়ীত্বকাল ছিল ১০ থেকে ২০ সেকেন্ড। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির দুটি প্রধান দ্বীপের মধ্যে অবস্থিত কুক প্রণালি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ‘একটি বড় কম্পন! প্যারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নর্থ আইল্যান্ডে ৫৭ কিলোমিটার গভীরে ৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।’

মঙ্গলবার নর্থ আইল্যান্ডে আঘাত হেনেছিল ‘এক প্রজন্মের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এরপর একই এলাকায় ভূমিকম্প আঘাত হানার খবর এলো।