তীব্র তাপদাহে ব্রিটেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। আগামী সোমবার ও মঙ্গলবার লন্ডন ও এর আশেপাশের এলাকার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।
তীপ্র তাপদাহে এবারই প্রথম ব্রিটেনে ন্যাশন্যাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এমন পূর্বাভাসের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। আবহাওয়া অফিস শুক্রবার (১৫ জুলাই) তাদের ওয়েবসাইটে জানিয়েছে তাপমাত্র রেকর্ড ভাঙতে পারে সোমবার এবং মঙ্গলবার।
উদ্ভূত পরিস্থিতিতে স্কুলের সময়সীমা কমিয়ে আনা, রেল চলাচলে গতি কমানো এবং হাসপাতালগুলোতে কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এর আগে ব্রিটেনে ২০১৯ সালের ২৫ জুলাই কেমব্রিজ ইউনিভার্সিটি বোটানিক গার্ডেনে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ সে.।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।