শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ক্রমবর্ধমান সরকারবিরোধী বিক্ষোভ মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করা হলো।
বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (৬ মে) মধ্যরাত থেকে এটি কার্যকর হয়েছে। প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে রাষ্ট্রপ্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট করার পর দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করতে তিনি কঠোর অবস্থান নিয়েছেন।
আকাশপথে দুবাই-মালদ্বীপ গেছে সর্বোচ্চ পর্যটক
এর আগে শ্রীলঙ্কার পার্লামেন্ট আক্রমণের চেষ্টারত ছাত্রদের ওপর পুলিশ আবারও টিয়ার গ্যাসের শেল এবং জলকামান ছুড়েছে। এদিন সরকারের পদত্যাগের দাবিতে ট্রেড ইউনিয়নের ধর্মঘটে দেশটি অচল হয়ে পড়ে।
মাস খানেক ধরে বিদ্যুৎ বিপর্যয় এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতিতে ২ কোটি ২০ লাখ মানুষের দ্বীপ দেশটিতে ব্যাপক জনদুর্ভোগ দেখা দিয়েছে।
আরো পড়ুন: মন্ত্রীর আত্মীয়কে জরিমানা করে বরখাস্ত টিটিই
অর্থনৈতিক সংকট ও অব্যবস্থাপনার জন্য সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে অবিরাম বিক্ষোভ চলছে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর শ্রীলঙ্কায় এমন দুর্দিন আর দেখা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।