পুলিশের হাত থেকে টেডি বিয়ারের লুকিয়েও রক্ষা পায়নি এক চোর। সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এ ঘটনা ঘটে।
ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, গত মে মাসে একটি গাড়ি চুরির ঘটনা তদন্তে নেমে এ অভিজ্ঞতা হয় তাদের। গাড়িচোর ১৮ বছর বয়সী জশুয়া ডবসন পেট্রল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়েই পালিয়েছিলেন। তার পর থেকেই ডবসনকে খুঁজছিল পুলিশ। গত মাসে ডবসনের বাসার ঠিকানা পায় পুলিশ। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে মানুষের বদলে পুলিশ সদস্যরা পান একটি বড়সড় টেডি বিয়ার। তবে পুলিশের চোখ বলে কথা।
তাদের কাছে খেলনাটিকে নিছক জড় বস্তু বলে মনে হচ্ছিল না। তার ওপর নড়াচড়ার আভাস পেয়ে সন্দেহ জোরদার হয় পুলিশের। ফেসবুকে ম্যানচেস্টার পুলিশ জানায়, ‘ডবসনকে গ্রেফতার করতে গিয়ে আমাদের কর্মীরা দেখেন একটি বড় টেডি বিয়ার নড়াচড়া করছে। যেন এটি শ্বাস নিচ্ছে। পরে তার ভেতর থেকেই ডবসনকে বের করা হয়। ’ গাড়ি চুরি, লাইসেন্স ছাড়া ড্রাইভিং, তেলের দাম না দিয়ে পালানোর অভিযোগে সাজা পেয়ে জশুয়া ডবসন এখন কারাগারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।