আঞ্চলিক প্রসিকিউটর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত খনি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি খনির পাশে বিস্ফোরণে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ অনেকে। তারা স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গ্রামের অস্থায়ী খনিতে সোমবার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনার খনির কাছে একটি মার্কেটে আগুন লাগে, যেখানে সংরক্ষিত ছিল ডিনামাইট। এর পরপর বিস্ফোরণ হয়।

রয়টার্সের খবরে বলা হয়, বিস্ফোরণের পর চারপাশে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। অনেক গাছ উপড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু স্থাপনা।

আঞ্চলিক প্রসিকিউটর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত খনি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে।

আফ্রিকার অন্যতম সোনা উৎপাদনকারী দেশ বুরকিনা ফাসো। ২০০৯ সাল থেকে সোনা দেশটির রপ্তানি আয়ের অন্যতম খাত। ২০২০ সালে ৫৪ টন সোনা রপ্তানি করে বুরকিনা ফাসো, ২০১৯ সালে যা ছিল ৪৫ টন।

খনির নিয়মনীতির তোয়াক্কা না করে দেশটির অনেক খনি পরিচালনা করে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কেবল বুরকিনা ফাসো নয়, এমন দশা আফ্রিকার অনেক দেশের খনিতেই।

গত মাসে ঘানায় সোনার খনির জন্য বিস্ফোরক বহন করা ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগলে ভয়াবহ বিস্ফোরণ হয়। প্রাণ হারান অন্তত ১৩ জন।