মার্কিন বাজারে ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম। এতে যুক্তরাজ্যে ৪০ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়েছে মুদ্রাস্ফীতি।
দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মে মাস থেকে গত ১২ মাসে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.১ শতাংশে। যা গত ৪০ বছরের মধ্যে রেকর্ড।
এর আগে সর্বশেষ ১৯৮২ সালে ৯.১ শতাংশ মুদ্রাস্ফীতি দেখেছিল দেশটি। এদিকে মুদ্রাস্ফীতি আরো বেড়ে ১১ শতাংশে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে ব্যাংক অব ইংল্যান্ড।
ওএনএস বলেছে, খাদ্য এবং নন-অ্যালকোহলিক পানীয়ের দাম বেড়েই চলেছে। জ্বালানির দামও ক্রমবর্ধমান। রুটি ও মাংসের দাম বেড়েছে সবচেয়ে বেশি।
গম ও ভুট্টার বড় যোগানদাতা দেশ ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেন সূর্যমুখী তেলেরও বড় রপ্তানিকারক দেশ। এই দুই দেশে যুদ্ধের কারণে আমদানি জটিলতা ও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। যার প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য দেশের মতো মার্কিন বাজারেও।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।