করোনার দাপট রুখতে অর্ধেক বিশ্বে লকডাউন চলছে। স্তব্ধ প্রায় সমস্ত কাজকর্ম। তালা ঝুলেছে আদালতের গেটেও। ফলে বিচারপ্রক্রিয়ার জন্য ভিডিও কনফারেন্সই ভরসা।
জুমকলে এক মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিলের সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের বিচারপতি। যা সে দেশের বিচারপ্রক্রিয়ার ইতিহাসে এই প্রথম। তবে ভিডিও কলে ফাঁসির সাজা দেওয়ার নিন্দায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা।
২০১১ সালে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মালয়েশিয়ার নাগরিক ৩৭ বছরের পুনাথন জেনাসন। সিঙ্গাপুরে মাদকের চোরাচালানকে চূড়ান্ত অপরাধ হিসাবে গণ্য করা হয়। সেই মামলার শুনানি চলছিল। শুক্রবার জুমকলে শুনানিতে তাঁকে ফাঁসির সাজা দেয়। তবে সেই রায়ের বিরুদ্ধে ফের আপিল করেছেন পুনাথন।
সিঙ্গাপুর সুপ্রিম কোর্টের এক মুখপাত্র বলেন, “পুনাথন জেনসন বনাম সিঙ্গাপুর সরকারের মামলা চলছিল। মাদক পাচার মামলায় শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে ফাঁসির সাজা দেয় বিচারপতি। যা দেশের বিচারপ্রক্রিয়ার ইতিহাসে এই প্রথম।”
এদিকে পিনাথনের আইনজীবী পিটার ফের্নান্দো বলেন, “জুম অ্যাপ ব্যবহার করে রায়দানের বিরোধিতা আমি করিনি। কারণ এই মামলায় বাদানুবাদ শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র বিচারপতির রায়দান বাকি ছিল। ফলে এদিন জুম অ্যাপে বিরাপতির রায় স্পষ্টভাবেই শোনা গিয়েছে। ফলে এতে আপত্তি নেই।”
তবে সিঙ্গাপুরের সু্প্রিম কোর্টের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। এশিয়ার হিউম্যান রাইটস ওয়াচডগের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, “সিঙ্গাপুরের এই মৃত্যুদণ্ডের সাজা অমানবিক। তাও আবার জুম অ্যাপে এভাবে কাউকে মৃত্যুর সাজা শোনানো নিসন্দেহে চূড়ান্ত মর্মান্তিক।”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।