ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের অবস্থা দিনে দিনে কঠিন থেকে কঠিনতর হচ্ছে বলেই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত ছয় মাস ধরে রাশিয়ার সেনারা শহরটিকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে।

জেলেনস্কি বলেছে, ‘শত্রুরা ধারবাহিকভাবে সেখানকার সবকিছু ধ্বংস করে দিচ্ছে।’ বাখমুতের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেছেন, রাশিয়া ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। এই ভাষণে বাখমুতে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনীয় সেনাদেরও প্রশংসা করেন তিনি।

এসময় রাশিয়াকে রুখতে পশ্চিমাদের কাছে আরও আধুনিক সমরাস্ত্র ও যুদ্ধ বিমান চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

সূত্র: বিবিসি