সম্প্রতি ভুল করে বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট সদস্য আপসানা বেগমের জায়গায় কাউন্সিলর লিজা বেগমের ভিডিও ব্যবহার করে বিবিসি।
সে ঘটনায় ভুল স্বীকার ও ক্ষমা চেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া ত্রিশ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এ সংবাদমাধ্যমটি।
আহত গাজি জাকিরের পাশে অর্থনৈতিক উপদেষ্টা
বাংলাদেশি মুদ্রায় এ ক্ষতিপূরণের পরিমাণ ৩৫ লাখ টাকারও বেশি। বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম পূর্ব লন্ডনের পপলার ও লাইমহাউজ আসন থেকে লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত ব্রিটিশ আইনপ্রণেতা।
২০২০ সালের ২৯ অক্টোবর বিবিসি ভুল খবরটি প্রকাশ করে। এ ঘটনায় লিজা বেগম আদালতে যান। গতকাল মঙ্গলবার (১৪ জুন) আদালতে পড়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ভুল শনাক্তকরণের এ প্রক্রিয়া কাউন্সিলর লিজা বেগমের জন্য বেদনা ও যন্ত্রণার কারণ হয়ে ওঠে।
সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে ‘হামলার হুমকি’ ইসরায়েলের
তিনি বিশেষভাবে ব্যথিত হন। তারা দুজনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং বিবিসিতে কেউ সে ফুটেজটি সম্প্রচারের আগে সংশোধন করেনি।’তার বিরুদ্ধে হাউজিং জালিয়াতির মামলা চলার সময়ে প্রকাশিত খবরে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের পিমলিকো সাউথ ওয়ার্ডের কাউন্সিলর লিজা বেগমের ছবি ব্যবহার করে বিবিসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।