মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে ইসরাইল পৌঁছেছেন। বুধবার (১৩ জুলাই) দখলদার ইসরাইলের রাজধানী তেলআবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করলে মার্কিন প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দেয় সন্ত্রাসী রাষ্ট্রটি।

দেশটির একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনাবাহিনী, তবু দেশটিকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না ওয়াশিংটন। ইসরাইলের এন-১২ চ্যানেলকে দেয়া ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, ইরানের রিপাবলিকান গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে সরাবে না যুক্তরাষ্ট্র। এছাড়া বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড তাদের ইরান-বিরোধী অবস্থানগুলো পুনরুদ্ধার করতে এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, এশিয়া সফরের প্রথম দুদিন বাইডেন ইসরাইল কাটাবেন। পাশাপাশি তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এদিকে রাশিয়া বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান পশ্চিম এশিয়া সফরের মূল লক্ষ্য— এ অঞ্চলে ইরানবিরোধী একটি জোট গঠন করা।