রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের অধিকৃত চার অঞ্চল নিজেদের ভূমির সঙ্গে সংযুক্তির ঘোষণার পর ভ্লাদিমির পুতিনের উন্মত্ততা যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে পারবে না।

হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে বাইডেন এই মন্তব্য করেন। শনিবার (১ অক্টোবর) এই খবর নিশ্চিত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পুতিনের সাম্প্রতিক বক্তব্যকে বেপরোয়া এবং হুমকি বলে আখ্যা দিয়েছেন বাইডেন।

তিনি বলেন, তবে পুতিনের এসব বক্তব্য আমাদের ভয় দেখাতে পারবে না। আমেরিকা এবং তার মিত্ররা এসবে ভয় পাচ্ছে না। এ সময় পুতিনকে উদ্দেশ করে বাইডেন বলেন, ন্যাটো মিত্রদের সঙ্গে মিলে ন্যাটোর প্রতি ইঞ্চি ভূমি রক্ষার্থে আমেরিকা পুরোপুরি প্রস্তুত।

মি. পুতিন আমি যা বলেছি তা ভুল বুঝবেন না, প্রতি ইঞ্চি। উল্লেখ্য, ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করার একিদন পর এমন মন্তব্য করলেন বাইডেন।
আন্তর্জাতিকইউক্রেনযুক্তরাষ্ট্র