রাশিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির ইজেভস্ক শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। তিনি বলেন, হামলাকারী স্কুলের এক প্রহরীকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে।

আরো পড়ুন: বদলগাছীতে সাধ খাওয়ার অনুষ্ঠানে শ্লীলতাহানি ও স্বর্ণ অলঙ্কার লুটপাটের অভিযোগ

কানে হঠাৎ কিছু ঢুকে গেলে দ্রুত যা করবেন

রাশিয়ার পুলিশের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের ৮৮ নম্বর স্কুলে গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। স্কুলটি থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলের বাইরে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি রয়েছে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোট ২৬ জন হতাহত হয়েছে। নিহত ৬ জনের মধ্যে শিশুও রয়েছে। আলেকজান্ডার ভ্লাদিমিরোভিচ ব্রেচালভ জানিয়েছেন, ঘটনার পর সকল বাহিনী স্কুলটিতে হাজির। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও চিকিৎসকরা ঘটনাস্থলে কাজ করছেন।