বিশ্বব্যাপী চলমান জরুরি অবস্থার মধ্যেই এবার নতুন করে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৩০ জুলাই), আলজাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
ওই প্রতিবেদন অনুযায়ী স্পেন ও ব্রাজিলে একজন করে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইউরোপের দেশ স্পেনে ইতোমধ্যেই চলেছে মাঙ্কিফক্স সতর্কতা। দেশটিতে এখন পর্যন্ত ৪,২৯৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। শুক্রবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে স্প্যানিশ স্বাস্থ্য বিভাগ জানায়, মোট আক্রান্তের প্রায় ৩.২ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
তবে তদন্তের কারণে মৃত রোগীর বিষয়ে কিছুই জানায়নি তারা। অন্যদিকে, ব্রাজিলে মারা যাওয়া রোগীর বয়স ৪১ বছর। ওই ব্যক্তি লিম্ফোমা এবং দুর্বল ইমিউন সিস্টেমেও ভুগছিলেন বলে জানায় ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে বেলো হরিজন্তে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং নিবিড় পরিচর্যা ইউনিটে নেয়ার পরেও মারা যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।