জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ইউক্রেন ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রাশিয়া যাওয়ার আগে গুতেরেস সোমবার আঙ্কারায় এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে এলে সেখানে এ দুই নেতার বৈঠক হয়। ডেইলি সাবাহর।

এর আগে গত ১৮ এপ্রিল জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিতস বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্ধে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এরদোগানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন গুতেরেস। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার গুতেরেস রওনা হবেন কিয়েভের পথে।

সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় নিহত এবং এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এ যুদ্ধ থামাতে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এবার তার এই উদ্যোগে শামিল হলেন জাতিসংঘপ্রধানও।