ইউরোপের দুই-তৃতীয়াংশ অঞ্চল খরা সতর্কতার অধীনে রয়েছে, যা সম্ভবত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা। বিবিসির বিরাত দিয়ে, গ্লোবাল ড্রাউট অবজারভেটরির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে, মহাদেশটির ৪৭ শতাংশ ‘সতর্কতা’ অবস্থার আওতায় রয়েছে, যার অর্থ সেখানে মাটি শুকিয়ে গেছে।

 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, অন্য অঞ্চলে ১৭ শতাংশ সতর্কতা রয়েছে। যার অর্থ গাছপালা স্ট্রেসের লক্ষণ দেখায়। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, এই শুষ্কতা ফসল উৎপাদন ব্যাহত করবে, দাবানল ছড়াবে। ইউরোপের দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চলে খরা আরও কয়েক মাস স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

 

ইইউর পূর্বাভাস অনুসারে, আগের পাঁচ বছরের তুলনায় ভুট্টা ১৬ শতাংশ, সয়াবিন ১৫ শতাংশ এবং সূর্যমুখী ১২ শতাংশ কম উৎপাদিত হয়েছে। এটি খরা পর্যবেক্ষণ কেন্দ্রের রিপোর্ট বলছে, বর্তমান খরা অন্তত ৫০০ বছরের পর সবচেয়ে ভয়াবহ বলে মনে হচ্ছে। রিসার্চ কমিশনার মারিয়া গ্যাব্রিয়েল বলেছেন, চলমান তাপপ্রবাহ এবং পানির ঘাটতি পুরো ইইউতে পানির স্তরের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করেছে।