ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মেটজে অবস্থিত একটি মসজিদে ককটেল বিস্ফোরণ করেছে সন্ত্রাসীরা।
আনাদোলু এজেন্সি (এএ) জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে মসজিদটিতে পর পর তিনটি ককটেল বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। ককটেল হামলার পর মসজিদটিতে আগুন ধরে যায়।
তার্কিশ ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার (ডিআইটিআইবি) মসজিদটি পরিচালনা করছে।
মসজিদ কমিটির সভাপতি আলী দুরাক বলেন, ককটেল হামলার ফলে আগুনে পুড়ে গেছে মসজিদটি। এ ধরনের হামলার কথা আমরা চিন্তাও করতে পারিনি। তিনি যত দ্রুত সম্ভব হামলাকারীদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় মেয়র এ ককটেল হামলার নিন্দা করেছেন। তার মতে, ইসলামোফোবিয়া থেকে মসজিদে হামলার ঘটনা ঘটতে পারে। এক বিবৃতিতে তিনি স্থানীয় মুসল্লিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।