কিউবায় একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বজ্রপাত থেকে হওয়া বিস্ফোরণে একজনের প্রাণহানি হয়েছে। এতে ১২৭ জন আহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৭ দমকলকর্মী। আহতদের মধ্যে জ্বালানি মন্ত্রী লিবান আরোন্তেও আছেন।
রোববার (৭ আগস্ট) সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ১৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতাও চেয়েছিল কিউবা। সাহায্যের আবেদনে সাড়া দেওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, আর্জেন্টিনা, চিলিকে ধন্যবাদ জানিয়েছে দেশটি।
পশ্চিমাঞ্চলীয় মাতানজাস প্রদেশের কর্মকর্তাদের মতে, যেখানে শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে এবং সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত। সেখান থেকে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ে এবং ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা লুইস আরমান্দো ওং শনিবার সন্ধ্যায় জানান, ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।