ভারতে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। দাম বাড়ার প্রভাব শুধু যে বড়দের ওপর পড়েছে তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাও।

বাজারে পণ্যের দামবৃদ্ধি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখেছেন প্রথম শ্রেণির এক ছাত্রী। আর ওই চিঠি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার (২ আগস্ট) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই খবরটি জানানো হয়। ওই ছাত্রীর নাম কৃতি দুবে।

চিঠিতে ওই ছাত্রী লিখেন, ‘আমার নাম কৃতি দুবে। আমি ক্লাস ওয়ানে পড়ি। মোদিজি আপনি এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী। আমার পেন্সিল এবং রাবারের (ইরেজার) দাম বেড়েছে। ম্যাগির দামও বাড়ানো হয়েছে। আমার মা এখন বাড়তি পেন্সিল চাইলে আমাকে মারধর করে। আমি এখন কী করব? আমার সহপাঠীরা আমার পেন্সিল চুরি করে নেয়।’ মেয়েটির বাবা বিশাল দুবে পেশায় একজন আইনজীবী।

তিনি জানান, ‘সে তার নিজের মনের কথা দিয়ে একটি চিঠি লিখেছে। সম্প্রতি স্কুলে একটি পেন্সিল হারিয়ে ফেলে কৃতি। যার কারণে তার মা তাকে বকাঝকা করে। এরপরই সে মোদিজিকে চিঠিটি লেখে।’