ইউরোপের দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, এখন থেকে ফ্রান্সে ১৮-২৫ বছর বয়সী তরুণদের বিনামুল্যে কনডম দেয়া হবে। এ বয়সীরা ওষুধের দোকানে গিয়ে কনডম চাইলেই তা পাবেন। খবর দ্য গার্ডিয়ান। ফরাসী প্রেসিডেন্ট জানিয়েছেন, তরুণ বয়সী ছেলে-মেয়েদের মধ্যে অনিচ্ছাকৃত গর্ভধারণ কমাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার (৯ ডিসেম্বর) ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর ফতেঁ ল্যু কমতে-তে তরুণদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক একটি কর্মশালায় যোগ দেন ম্যাক্রোঁ। সেই অনুষ্ঠানে তার পক্ষ থেকে এমন ঘোষণা আসে। তিনি বলেছেন, ‘গর্ভনিরোধে এটি একটি ছোট বিপ্লব।’ এদিকে ফ্রান্সে চলতি বছরের শুরুতে ২৫ বছর বা তার চেয়ে কম বয়সী তরুণীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দেয়ার ঘোষণা দেয়া হয়। এর আগে, এ সেবা শুধুমাত্র ১৮ বছর বা তার কম বয়সীদের দেয়া হতো।

এখন সেটি ২৫ বছর করা হয়েছে। এরপরই বিনামূল্যে কনডম দেয়ার ঘোষণা দিল দেশটি। অর্থের কারণে অনেক তরুণী (বিশেষ করে ১৮ বছরে কম বয়সীরা) গর্ভপাত করতে পারেন না। তাদের সহায়তা করতেই দেশটিতে এ সেবা চালু রয়েছে।