আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ফের বেড়েছে। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ সংকটের মধ্যেই তেলের দাম বাড়ে।

শুধু ইউরোপের গ্যাস সংকটই নয়, ডলারের মূল্য নিম্নমুখী হওয়ায় আবার পণ্যটির দর উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সম্ভাব্য অর্থনৈতিক মন্দার শঙ্কা এবং চীন কঠোর কোভিড নীতি তেলের দাম বাড়ার অন্যতম একটি কারণ। সোমবার (১৮ জুলাই) সেপ্টেম্বরের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের নিষ্পত্তি হয়েছে ৪.৪৪ ডলার বা ৪.৪ শতাংশ দাম বেড়ে। আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট প্রতি ব্যারেল বিক্রি হয়েছেরে ১০৫.৬০ ডলারে।

এর আগে, গত শুক্রবার জ্বালানি তেলের মূল্য ২.১ শতাংশ বৃদ্ধি পায়। একই দিনে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের আগস্টের সরবরাহ মূল্য বেড়েছে ৪.১০ ডলার বা ৪.২ শতাংশ। ব্যারেল প্রতি এ তেল বিক্রি হচ্ছে ১০১.৬৯ ডলারে। আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম বাড়ে ১.৯ শতাংশ।