জার্মানি দীর্ঘদিন ধরেই সংঘাতপূর্ণ এলাকায় ভারি অস্ত্র না পাঠানোর নীতি অনুসরণ করে আসছিল কিন্তু জার্মানি সরকার তাদের উল্টে ইউক্রেনকে প্রায় ৫০ টি বিমান-বিধ্বংসী ট্যাংক সাহায্য পাঠাচ্ছে।
বিবিসি জানায়, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেয়া নিয়ে জার্মানির একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর বৈঠকের পরিপ্রেক্ষিতে বার্লিন এই সিদ্ধান্ত জানাল।
সম্প্রতি ইউক্রেনকে আরও সাহায্য করার জন্য জার্মান সরকারের ওপর চাপ ক্রমেই বেড়েছে। রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করতে ইউক্রেন আন্তর্জাতিক সহযোগীদের কাছে দ্রুত আরও ভারি অস্ত্র ও গোলাবারুদের আবেদন করে আসছে৷
যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ সেই ডাকে সাড়া দিয়ে ইউক্রেনের সেনাবাহিনীকে আরও সহায়তার উদ্যোগ নিলেও জার্মানি এতদিন দ্বিধা ঝেড়ে ফেলতে পারেনি৷
পরে দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সরকার ইউক্রেনকে ভারি অস্ত্র দেয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত জানানোর অঙ্গীকার করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।